জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ায় একটি কেন্দ্র স্থগিত করেছে প্রশাসন।
জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে সবগুলো ইউনিয়নে নৌকার প্রতিপক্ষ শক্তিশালী প্রার্থী না থাকায় বড় ধরনের সহিংসতা হয়নি। সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরসরিষাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ভাটারা ইউনিয়নের ভেবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারইপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশসহ ১০-১৫ জন আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।
এছাড়া মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।