বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আ লাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে অশালীন, কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ সন্ধায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি শিল্পাঞ্চল এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি তারাকান্দি, কান্দারপাড়া বাজার হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিজয় ভবনের সম্মুখে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ আব্দুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সেচ্চাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাবু, মশিউর রহমান মোর্শেদ, মিজানুর রহমানসহ আওয়ামীলীগ ও এর অংগসহযোগি সংগঠনের নেতা কর্মীরা।