জামালপুরের সরিষাবাড়ীতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে দুস্থ্য পরিবারের মাঝে ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরের মাঠ প্রাঙ্গণে অসহায় পরিবারে মাঝে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
জানা যায়, পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ্য পরিবারে মাঝে এই টিউবওয়েলগুলো বিতরণ করা হয়। টিউবওয়েল স্থাপনার জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র- পাইপ, ইট কেনার জন্য নগদ ৯’শত টাকা, সিমেন্টের বস্তা এবং জায়গা নির্দিষ্ট করে স্থাপনের জন্য মিস্ত্রি খরচ দিয়ে সহায়তা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এছাড়া এই ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থাটি অসহায় দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল, ঘর, মসজিদ ও অযুখানা, শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। আরোও উপস্থিত ছিলেন, পৌর মেয়র মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েজ, উপজেলা কৃষি অফিসার আল-মামুন প্রমূখ।