সরিষাবাড়ীতে ৪০ বছরের অবহেলিত কাঁচা রাস্তায় ইটের সোলিং কাজের উদ্বোধন
৪০১ মিটার এইচবিবি রাস্তা নির্মাণে কয়েকশ মানুষের দুর্ভোগ লাঘব; উদ্বোধন করলেন পিআইও শওকত জামিল
জামালপুরের সরিষাবাড়ীতে ৪০ বছরের অবহেলিত একটি কাঁচা রাস্তায় অবশেষে ইটের সোলিং করে নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ভাটারা ইউনিয়নের ভেবলা একতা মোড় হতে ৪০১ মিটার এইচবিবি করণের কাজ শুরু হয়।
নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল। এসময় ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান (আনিস) এবং প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য আজাফফর হোসেন রাজাসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘কাবিখা’ ও ‘টিআর’ কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ৪০১ মিটার দীর্ঘ এই রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এই রাস্তায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কাজটির সঠিক মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।