সরিষাবাড়ীতে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যার এক মাস: খুনিদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল মানববন্ধন
থানার কাছেই গ্রিল কেটে ঘরে ঢুকে শ্বাসরোধে হত্যা; বিচার চেয়ে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
জামালপুরের সরিষাবাড়ীতে লিপি বেগম নামে র্যাব সদস্যের এক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
নিহত লিপি বেগম র্যাব-২ এ কর্মরত এএসআই মহির উদ্দিনের স্ত্রী। গত ১১ ডিসেম্বর রাতে গণময়দান এলাকায় ভাড়া বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার এক মাস পার হলেও পুলিশ প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের পিতা মন্জুরুল হক, মা কল্পনা বেগম এবং ছাইফুল ইসলাম মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দেন যে, দ্রুত খুনিরা গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভকারীরা পরে একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং লিপি বেগম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।