সরিষাবাড়ী

জামালপুর-৪: সরিষাবাড়ীতে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শেষ দিনে উৎসবমুখর পরিবেশে জমা দিলেন সম্ভাব্য প্রার্থীরা; ৪ জানুয়ারি যাচাই-বাছাই

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) জমাদানের শেষদিন বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাসনিমুজ্জামানের নিকট মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ:

  • ফরিদুল কবীর তালুকদার শামীম (জেলা বিএনপির সভাপতি)
  • অ্যাড. মোহাম্মদ আব্দুল আওয়াল (জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি)
  • অধ্যক্ষ মাও. আলী আকবর সিদ্দিক (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
  • ইঞ্জি. মাহবুব জামান জুয়েল (সিপিবি)
  • কবির হাসান (নাগরিক ঐক্য)
  • আবুল কালাম আজাদ (জাতীয় পার্টি)
  • মেহেরুজা কবীর তালুকদার রূপা (স্বতন্ত্র প্রার্থী)

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাসনিমুজ্জামান জানান, এ আসনে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭ জন জমা দিয়েছেন। আগামী ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সরিষাবাড়ী উপজেলা চত্বর ও এর আশপাশে রাজনৈতিক নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker