সরিষাবাড়ীতে বস্তায় আদা চাষে বাজিমাত; মাঠ পরিদর্শনে কৃষি কর্মকর্তা
ছায়াযুক্ত জমিতে ৫ হাজার বস্তায় আদার বাম্পার ফলন; ৩ লাখ টাকা বিনিয়োগে ৬ লাখ পাওয়ার আশা কৃষক সোহেল রানার
জামালপুরের সরিষাবাড়ীতে ছাঁয়াযুক্ত জমিতে বস্তায় আদা চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন এবং পাশাপাশি অন্যান্য সবজি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক সোহেল রানা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরবালিয়া এলাকায় তাঁর চাষকৃত মাঠ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।
জানা গেছে, কৃষক সোহেল রানা তাঁর ১ বিঘা জমিতে ৫ হাজার বস্তায় আদা চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে ৩ লক্ষ টাকা এবং তিনি কমপক্ষে ৬ লক্ষ টাকায় আদা বিক্রির আশা করছেন। এর পাশাপাশি তিনি আরও ৪ বিঘা জমিতে পেঁয়াজ, রসুন, পেঁপে ও টমেটোসহ নানা সবজি আবাদ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, “বস্তায় আদা চাষ একটি অত্যন্ত লাভজনক পদ্ধতি। সোহেল রানার জমিতে আদার বাম্পার ফলন হয়েছে। তাঁর এই উদ্যোগে কৃষি অফিস সব সময় কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে।”
স্থানীয় কৃষকদের মাঝেও বস্তায় আদা চাষের এই আধুনিক পদ্ধতি নিয়ে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়েছে।