সরিষাবাড়ীতে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ গুরুত্বারোপ; বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
জামালপুরের সরিষাবাড়ীতে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কলেজের নিজস্ব হলরুমে এই সভাটি আয়োজন করা হয়।
কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল ওয়াহাব-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক হুমায়ুন কবির তালুকদার কবির, অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সামাদ এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু মন্ডল।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু এবং উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ সহ কলেজের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অভিভাবকদের পক্ষ থেকে কলেজের পড়াশোনার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।