সরিষাবাড়ীতে ব্রীজ নির্মাণের ৬ মাসের মাথায় দুইপাশের সংযোগ সড়কে ধস
১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের সুফল মিলল না বছর না যেতেই; নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর; গা ঢাকা দিয়েছেন আ.লীগ পন্থী ঠিকাদার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা বাজার সংলগ্ন ঝিনাই শাখা নদীর ওপর ১১ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গার্ডার ব্রীজের সংযোগ সড়ক ৬ মাসের মাথায় ধসে পড়েছে। এতে করে আদ্রা, চর রৌহা ও মাদারগঞ্জসহ বিভিন্ন গ্রামের মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, দুইপাশে ৩৫০ মিটার সংযোগ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাকিল অভিযোগ করেন, আওয়ামী লীগ পন্থী ঠিকাদার ফারুক চৌধুরী ক্ষমতার দাপট দেখিয়ে নিম্নমানের কাজ সম্পন্ন করেছেন, যার ফল এখন এলাকাবাসী ভোগ করছে। বর্তমানে ওই ঠিকাদার পলাতক রয়েছেন।
এলাকাবাসীর দাবি, ব্রীজটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না করলে বর্ষা মৌসুমে ব্রীজটি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, কাজটির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজকে সড়কটি সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত মেরামতের আশা প্রকাশ করেন তিনি।