সরিষাবাড়ীতে গ্রাম-গঞ্জে বিএনপির ব্যাপক প্রচারণা
ডোয়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের পক্ষে গণসংযোগ; ৩১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রচারণা।
সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ডোয়াইল ইউনিয়নে ৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম-এর পক্ষে ভোট চেয়ে এই প্রচারণা ও গণসংযোগ হয়।
এসময় প্রচারণায় উপস্থিত ছিলেন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুজা, ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আমিনুল ইসলামসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
ভোট প্রচারণাকালে নেতাকর্মীরা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার।”
তাঁরা আরও বলেন, এরই লক্ষ্যে ধানের শীষ মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের নির্দেশে তাঁরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আজকে রামানন্দপুর, হরখালি, কাটাতলা, শশারবল এলাকায় গণসংযোগ করা হলো এবং এই প্রচারনা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।