নানা আয়োজনে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কালো ব্যাচ ধারণ, শোক র্যালী, কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে।
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী গ্রামে সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৯৯ সালে ২০ আগস্ট মৃত্যুবরণ করেন।
আজ বুধবার (২০ আগস্ট) সকালে সরিষাবাড়ী আরইউটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হতে একটি শোক র্যালী শুরু হয়ে সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ী গ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বাড়ী কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজিম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভাইস—চেয়ারম্যান এড. আব্দুস সালাম পিন্টু। বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।
এতে দলীয় নেতাকমীর্, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনসহ নানা পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।