শিক্ষার্থীদের সংবর্ধনা অনুপ্রেরণার উৎস: জেলা প্রশাসক
জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম বলেছেন, "ছোট ছোট সংবর্ধনা শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে।" তিনি বলেন, এই ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভালো কাজ করতে উৎসাহিত করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায়। বুধবার (১৩ আগস্ট) দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি/সমমান পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়ার সময় তিনি এই কথা বলেন।
জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছোট ছোট সংবর্ধনা শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে। ছোট ছোট স্বীকৃতি এবং উদযাপন তাদের ভালো কাজ করার জন্য উৎসাহিত করে এবং তাদের আত্মবিশ্বাস যোগাবে। আজকের সংবর্ধনা ছোট হলেও তাদের জন্য বড় পাওয়া।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে সরিষাবাড়ী উপজেলায় এসএসসি/সমমান পরীক্ষায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও বিভিন্ন বিভাগে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘তোমাদের ভালো কলেজে চান্স হবে, ভালো ফলাফল করবে। তাহলেই আমাদের মুখ উজ্জ্বল হবে। তথা জামালপুর জেলার শিক্ষাগত মান আরো বৃদ্ধি পাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সুনাম অর্জন হবে। সম্প্রতি সরিষাবাড়ী উপজেলায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা সুনামের সাথে ফলাফল অর্জন করেছেন তাদের জন্য শুভকামনা জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, সরিষাবাড়ীর ওসি রাসেদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) দায়িত্ব মোঃ ছানোয়ার হোসেন।