সরিষাবাড়ী
সরিষাবাড়ীতে নাশকতা মামলায় আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
জামালপুরের সরিষাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেনকে (২৮) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৮) নামে একজনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে সরিষাবাড়ী থানা পুলিশ তাকে কারাগারে পাঠান।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী কবির হোসেন আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে। সে আওনা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সভাপতি ছিলেন। আজ বুধবার দুপুরে আওনা জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে কবির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, ‘নাশকতার অভিযোগে ছাত্রলীগের সভাপতি কবিরকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।