‘শেখ হাসিনার পলায়ন ইতিহাসের পাতায় স্মরণীয়, আন্দোলনে শহীদদের পাশে থাকবে বিএনপি’ – শামীম তালুকদার
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হলে আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতিত পরিবারগুলোকে মূল্যায়ন করা হবে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, ‘২৪শে জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে লেখা থাকবে। ‘ফ্যাসিবাদ সৈরাচারি হাসিনা সরকারের পতন হয়েছে।” দেশ ছেড়ে পালিয়েছে তারা। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে সকল শহীদ, আহত ও নির্যাতিত পরিবারকে মুল্যায়ন করা হবে। তাদের খাদ্য-বস্ত্র ও কর্মস্থানের ব্যবস্থার দায়িত্ব নিবেন তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান।
সরিষাবাড়ী উপজেলায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বিজয় র্যালী শেষে বাউসী পপুলার মোড় চত্তরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘তৎকালীন সময়ে দেশের প্রয়োজনে জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন। তখন থেকেই ফ্যাসিবাদী আ.লীগের মাথা নষ্ট হয়েছিলো। ‘এখন দেখি অনেকেরই মাথা খারাপ হয়েছে’। ইতিপূর্বে জাতীয়তাবাদী দলকে কোন অপশক্তি নিশ্চিহ্ন করতে পারেনি, এখনও কেউ পারবে না।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, জেলা সদস্য গোলাম রব্বানী লিকু, জেলা বিএনপির সদস্য লাবিব উদ্দিন তালুকদার প্রমুখ।
এ-সময় বিজয় র্যালীতে সরিষাবাড়ী পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির, যুবদল, ছাত্রদল শ্রমিকদলে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।