সরিষাবাড়ী ইমারত নির্মাণ শ্রমিকদের ডোয়াইল ইউনিয়ন শাখার উদ্বোধন
জামালপুরের সরিষাবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিকদের ডোয়াইল ইউনিয়ন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১ আগস্ট) বিকালে ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারে ইমারত নির্মাণ শ্রমিকদের এই নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, এবং উদ্বোধক হিসেবে ছিলেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরসেদ আলম।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সদস্য সচিব রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিকদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মনিরুজ্জামান আদম, উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খাঁন উজ্জ্বল, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল উদ্দিন, উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লিয়াকত আলী, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক মাসুদ রানা, যুবদলের সভাপতি সালেহ আকরাম মুকলেছ পল্লব, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সেলিম এবং অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তৃতায় বক্তারা বলেন, ‘স্বৈরাচারী শাসন আমলের দিন শেষ। শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় প্রস্তুত। আগামী নির্বাচনে আমাদের সংঘবদ্ধ হয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারকে নির্বাচনে জয়যুক্ত করে আমরা আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’
পরে আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে ডোয়াইল নির্মাণ শ্রমিক ইউনিয়নের শাখার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে গত ৫ আগস্টের (২০২৪) সরকারের পতনের ১ বছর উপলক্ষে আগামী ৫ আগস্টের কেন্দ্রীয় কমিটির বিজয় র্যালি সফল করার লক্ষ্যে একটি বিজয় মিছিলও বের করা হয়।