সরিষাবাড়ীতে ১৬ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শিপন গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ীতে চলমান মামলাসহ ২০ মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে ১৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুরের সরিষাবাড়ীতে চলমান মামলাসহ মোট ২০টি মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে ১৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। সোমবার (২৮ জুলাই) দুপুরে পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিপন মিয়া পৌরসভার সাতপোয়া মধ্যপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় চলমান মামলাসহ ১৮টি এবং জামালপুর সদর থানায় ২টি মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।”
তিনি আরও জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভা-উপজেলা পরিষদের রাস্তা থেকে শিপনকে ১৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়।