সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচিতে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
জামালপুরের সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের তিন শহীদের কবরের পাশে নিম, বকুল ও জাম গাছের চারা রোপণ করা হয়েছে।
জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার তিন শহীদের কবরের পাশে নিম, বকুল ফুল ও জাম গাছের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের ব্যবস্থাপনায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন। তিনি আনুষ্ঠানিকভাবে তিন শহীদের কবরের পাশে বৃক্ষরোপণ করেন।
শহীদদের পরিচয়
জানা যায়, শহীদদের মধ্যে রয়েছেন সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের মো. আবদুর রহিমের ছেলে শহীদ রাব্বি মিয়া, যিনি পেশায় ছাত্র ছিলেন। একই ইউনিয়নের কুলপাড় গ্রামের জুলহাস আলীর ছেলে শহীদ রবিউল ইসলাম, যিনি গার্মেন্টস কর্মী ছিলেন। এছাড়া মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোকলেছুর রহমান, যিনি পেশায় গাড়ি চালক ছিলেন। তারা শহরের বিভিন্ন স্থানে জুলাই মাসের আন্দোলনে শহীদ হন।
উপস্থিত ছিলেন যারা
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ, বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার, আওনা ইউপি চেয়ারম্যান মিনারা বেগম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা। বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন বলেন, “জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বৃক্ষরোপণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হবে। আমরা মনে করি, বৈষম্যহীন দেশ হিসেবে আগামীতে বাংলাদেশ গড়ে উঠবে এবং মানুষের মাঝে এর প্রত্যয় ছড়িয়ে পড়বে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থার খোঁজখবর নেন।