জমি সংক্রান্ত বিরোধে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে 'ধর্ষণ চেষ্টার মিথ্যা' অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. আব্দুল ছালাম। তিনি দাবি করেছেন, প্রতিবেশী মিন্টু মিয়া তাকে ফাঁসাতে তার বোনকে দিয়ে এই মিথ্যা অভিযোগ করিয়েছেন।
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে **‘ধর্ষণ চেষ্টার মিথ্যা’ অভিযোগের প্রতিবাদে** সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী **মো. আব্দুল ছালাম**।
**রবিবার (৬ জুলাই) দুপুরে** সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
ভুক্তভোগী মো. আব্দুল ছালাম সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আব্দুল ছালাম এর সাথে বসতবাড়ি জমি নিয়ে প্রতিবেশী আব্দুল হামেদ এর ছেলে **মিন্টু মিয়ার** সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
বিরোধকৃত জমি নিয়ে গত **(১০ জুলাই)** আব্দুল আলিম মাস্টারের সভাপতিত্বে ঐ এলাকায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সরকারি আমিন দিয়ে জমি মাপামাপি করা হয়। পরিমাপে সালিশ বৈঠকে মিন্টু মিয়ার দখল হতে ১ শতাংশ জায়গা পান আব্দুল ছালাম।
পরবর্তীতে সালিশ উপেক্ষা করে নতুন কৌশলে জমিতে বিরোধ সৃষ্টি করেন মিন্টু মিয়া। এদিকে আব্দুল ছালামকে ফাঁসানোর জন্য মিন্টু মিয়ার বোন **মোছা. বীণা বেগমকে** (বাদী) বানিয়ে সরিষাবাড়ী থানায় একটি ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ করেন।
অভিযোগে লেখা হয়েছে, **‘গত ২৭ জুন সকালে** চুলকানির ওষুধের কথা বলে গোপনীয় ঔষধ খাইয়ে মিন্টু মিয়ার বোনকে বীণা বেগমকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে এবং এর প্রতিকার চেয়ে প্রতিবাদ জানান ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) **মো. রাশেদুল হাসান রাশেদ** বলেন, “এমন ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”