সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে বিক্রয়কৃত জমি ফেরত নিতে প্রতিপক্ষকে মারধর: থানায় অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে ক্রয়কৃত জমি ফেরত নিতে না পারার জেরে প্রতিপক্ষের হামলায় সুলতান মিয়া (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্ত্রী জোস্না বেগম পাঁচজনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জামালপুরের সরিষাবাড়ীতে বিক্রয়কৃত জমি ফেরত নিতে সুলতান মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলোপাথাড়ি আঘাত করে হত্যার চেষ্টা করেছেন এমন অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত **মঙ্গলবার (২৪ জুন)** সকাল ১১টায় কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা এলাকার জমসের বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন **বুধবার বিকালে** আহতের স্ত্রী জোস্না বেগম পাঁচজনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- **দ্বীন ইসলাম (৩৩), লাভলু মিয়া (৪৫), মিস্টার মিয়া (৪০), বাবলু মিয়া (৫০) এবং রাশেদুল ইসলাম (৩৫)**। তারা সকলেই একই গ্রামের বাসিন্দা।

অভিযোগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ধারাবর্ষা গ্রামের সুলতান মিয়া ২০২৩ সালের আগস্ট মাসে ৪০৫৩/২০২৩ নং সাব-কবলা দলিল মূলে বিবাদীর মা শাহানাজ বেগমের থেকে ১.৬১ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু সেই জমি দখল দিতে বাধা প্রয়োগ করেন অভিযুক্ত দ্বীন ইসলাম। বিষয়টি নিরসন করতে গ্রাম শালিস বৈঠকও করা হয়, তবে দ্বীন ইসলাম তা মানতে রাজি নন। পরে সমাধানের চেষ্টায় সুলতান মিয়া জামালপুর আমলী আদালতে সি.আর কোর্টে একটি মামলা (মামলা নং-১৩০/১) দায়ের করেন। আদালত মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বিজ্ঞ জেলা লিগ্যাল এইড কার্যালয়ে প্রেরণ করে, যারা উভয় পক্ষকে জানায় যে আগামী **৩০ জুন** সরেজমিনে তদন্ত করে বিষয়টির চূড়ান্ত ফলাফল দেবেন।

এদিকে গত মঙ্গলবার বিবাদী দ্বীন ইসলাম তার নেতৃত্বে পূর্ব পরিকল্পনা করে সুলতান মিয়াকে স্থানীয় জমসের বাজারে গেলে ৫/৭ জন লোক মিলে ঘিরে ফেলে এলোপাথাড়ি মারতে থাকে। এ সময় সুলতান মিয়াকে বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় লাভলু এবং হত্যার উদ্দেশ্যে দুই হাত দিয়ে গলা চেপে ধরে দ্বীন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা আরও জানান, দ্বীন ইসলাম তার মাকে ভরণপোষণ ঠিকমতো দেননি। তাই তার মা জমি বিক্রয় করেছেন। সুলতানকে মারধর করা তাদের উচিত হয়নি। এর সঠিক বিচার হওয়া দরকার।

মামলার বাদী **জোছনা বেগম** বলেন, “জমিটা কেনাই আমাদের অপরাধ। আমার স্বামীকে হত্যার করার জন্য দ্বীন ইসলাম উঠেপড়ে লেগেছে। এর সঠিক বিচার চাই।”

আহত **সুলতান মিয়া** বলেন, “জমি তার মায়ের কাছ থেকে কিনেছি। এখন সে ফেরত চায়। আমি যাতায়াত রাস্তার জন্য ঐ জমি কিনেছি আমার কাগজপত্র সব আছে। অতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার উপর তারা হামলা করে। আমি এর সঠিক বিচার চাই।”

জমি বিক্রেতা **শাহানাজ বেগম** মুঠোফোনে বলেন, “ছেলেরা আমাকে খরচ দেয়না, আমি কিভাবে চলি? তার জন্যই আমি সুলতানের কাছে জমি বিক্রয় করেছি। এখন আমার ছেলে দ্বীন ইসলাম আমাকেও মারতে আসে।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য **জবেদ আলী** বলেন, “সুলতান জমি কিনেছেন এটা সত্যি। তবে মারামারি সময় সেখানে আমি ছিলাম না।”

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) **রাশেদুল হাসান রাশেদ** বলেন, “এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker