জামালপুরের সরিষাবাড়ী থেকে অভিনব কায়দায় কসটিপ দিয়ে মুড়ানো ১৮ কেজি গাঁজার প্যাকেটসহ সোহেল রানা (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর বেলায় গোপন সংবাদে উপেলার পোগলদিঘা ইউনিয়নের (ঘোড়ার মোড়) সংলগ্ন শশাররবল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার (ওসি) মো. চাঁদ মিয়া।
তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে শশারবল গ্রামের আলাউদ্দিন এর ছেলে সোহেল রানা। গোপন সংবাদের ভিত্তিত্বে পোগলদিঘা ইউনিয়নের শশারবল এলাকায় বুধবার দিনগত রাত ভোর ৪টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ‘খড়ের পালার’ ভিতর থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৮ কেজি গাঁজাসহ নগদ টাকা ও গাঁজা সেবনের জিনিসপত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল একজন আন্তঃ জেলা চক্রের মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে সরিষাবাড়ীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। পরে সংবাদ পেয়ে মাদক সহ তার বসতবাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া আরো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। আজ বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।