সরিষাবাড়ী

সেবাই প্রথম সমিতির উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মানুষ মানুষের জন্য এই দৃষ্টিভঙ্গি থেকেই সেবাই প্রথম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে জামালপুরে সরিষাবাড়ীতে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৯ মার্চ) বিকালে উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট দৌলতপুর নয়াপাড়া এলাকায় অবস্থিত সেবাই প্রথম এনজিওর প্রধান কার্যালয় থেকে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল- সয়াবিন তেল, চিনি, সেমাই, আতপ চাউল, মসুর ডাল, লবণ, নুডুলস, আলু ও সাবান। 

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সেবাই প্রথম প্রতিষ্ঠানের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার নুরে আলম সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আল-আমিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ ও প্রতিষ্ঠান পরিচালকের পিতা নওজেস আলী প্রমুখ। 

Image

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘মানুষ মানুষের জন্য এটাই প্রতিটি মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব হওয়া উচিত। আমি কর্মজীবনে শুরু থেকেই সমাজের অসহায়,দরিদ্র ও এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা করি। গরীব দুঃস্থদের মাঝে নগদ অর্থ সহ বিভিন্ন সময় বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি।

এবার ২০০শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আরও বেশি দেওয়ার চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতায় দোয়া কামনা করছি। সেই সাথে সমাজে যারা বিত্তবান রয়েছে তাদেরকে অসহায় হাতে দরিদ্রদের পাশে থাকা আপনার জানাচ্ছি।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রীতে পেয়ে উপকারভোগীরা বলেন, আমরা খুবই আনন্দিত ও খুশি হয়েছি। দোয়া করি অত্র প্রতিষ্ঠান আরও উন্নতি করুক, সমৃদ্ধশালী হোক।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker