নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ও সেমিনার- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা কৃষি হলরুমে প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কার্যক্রম (জিটুপি) পদ্ধতিতে বাস্তবায়নে উদ্ভূত সমস্যা নিরসনে বাস্তবায়নকারী অংশীজনদের নিয়ে করণীয় শীর্ষক সেমিনার ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ ও সঞ্চালনায় সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ে পরিচালক(উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য উপ পরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূইয়া , জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ রোকোনুল ইসলাম, সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক প্রমূখ।
এছাড়াও বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন, এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা খাতুন, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগী জহুরা বেগম বক্তব্য রাখেন ।
পরে ৩ জন ভিক্ষুকের পূর্নবাসনের জন্য ছাগল ও অসহায় ৫ জনের মাঝে ঔষধ বিতরণ করেন অতিথিবৃন্দরা। এ সময় এসিল্যান্ড সায়েদা খানম লিজা, কৃষি অফিসার শাহাদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক,জনপ্রতিনিধি, সমাজকর্মী ও উপকারভোগী উপস্থিত ছিলেন।