জামালপুরের মাদারগঞ্জে বাজার মনিটরিং অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার বালিজুড়ী বাজার মনিটরিং অভিযানে এক ব্যবসায়ী কে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় এক ব্যবসায়ী কে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে পণ্যদ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
সদ্য যোগদানকৃত মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা সহ মাদারগঞ্জ মডেল থানার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজার মনিটরিং অভিযান অভ্যাহত থাকবে বলে জানান সদ্য যোগদানকৃত ইউএনও নাদির শাহ।