সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং সমবায়ীবৃন্দ আয়োজিত উপজেলা চত্বরে সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হাবিবুল্যাহ।
এ সময় উপজেলা সমবায় অফিসের কর্মচারীবৃন্দ, সমিতির সভাপতি/সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।