জামালপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ অক্টোবর) গতরাতে শহরের সকাল বাজারে শেখ রিপন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জামালপুর সদর উপজেলার নান্দিনা নয়াপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. সাদ হোসাইন কনক (১৯) ও নান্দিনা বালিয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জাকির হোসাইন (২১)।
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাকিব আহমেদ জানান, বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। তাদের আইনী পক্রিয়া শেষে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি।