জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ৩ জন কে আটক করেছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক ২ টায় গোপন সংবাদে মাদারগঞ্জ উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে মডেল থানা পুলিশ। আটকৃতরা হলেন আদারভিটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পলিশা গ্রামের রফিকুল ইসলাম (৪২), ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গজারিয়া গ্রামের জামিউল উদ্দিন (৪৫), ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দক্ষিণ গজারিয়া গ্রামের ফজলু শেখ (৪৮)। তাদেরকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর/২৪ ইং তারিখে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এর দায়েরকৃত নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় অধিকাংশই অজ্ঞাতসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি শাহীনুর আলম জানান নাশকতা মামলায় আটককৃত আসামীদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।