শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্যানেল আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) আয়োজনে বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যানেল আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় এম্পায়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্প।
সভাপতিত্ব করেন চর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক আব্দুর রহিম।
ইএসডিও টেকনিক্যাল অফিসার আবু নোমান সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চরপাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, পশ্চিম তারতাপাড়া স,প্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম, চাঁদপুর সন্ধাজান স,প্র,বি, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাব্বির হাসান সৌরভ, বাংলাদেশ কৃষি ব্যাংক আইসিটি কর্মকর্তা জাকিরুল আসলাম, চর বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হক মামুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, প্রকল্প পরিচিতি নিয়ে আলোচনা করেন গণ স্বাক্ষরতা অভিযানের প্রজেক্ট কো- অর্ডিনেটর আরিফুল ইসলাম প্রমূখ। পরে দুইজন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।