নানান কর্মসূচির মধ্যদিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এল হারুন এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার পলিশা গ্রামে মরহুমের করব জিয়ারত, বিভিন্ন মাদ্রাসার এতিম শিশু ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিশেষ মোনাজাতের আয়োজন করেন পরিবারের লোকজন হয়।
পরিবার সূত্রে জানা যায়, দেশ বরেণ্য এই চিকিৎসক এর কর্মজীবনের সূচনা ১৯৭৬ খ্রি.। অতঃপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী রেজিস্টার, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক সহ বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। কনসালটেন্ট অফ মেডিসিন হিসেবে তিনি বৃহত্তর ময়মনসিংহের মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ডাক্তার হিসেবে এই জনপদের মানুষের কাছে তিনি ছিলেন একজন আস্থার নাম। ২০২৩ সালের (৩ অক্টোবর) সন্ধ্যা ৭.৪০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গুণী এই চিকিৎসকের বাবা মরহুম কাজিমুদ্দিন কাজী ছিলেন আদারভিটা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও এলাকার সমাজ সেবক। তাই তার রুহের শান্তি কামনা এবং তার স্মৃতিকে স্মরণ রাখতে পরিবারের সদস্যরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।
এ-সময় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমে গ্রামের বাড়িতে প্রয়াত ডা. এল হারুন এর সহধর্মিনী বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সুরাইয়া হারুন, জ্যেষ্ঠ পুত্র মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাপুর ইখতিয়ার, কনিষ্ঠ পুত্র হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাদলি তৌসিফ আমিন, একমাত্র মেয়ে মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ ডা. নিশাত নায়লা অর্পা সহ পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।