জামালপুর

জামালপুরের ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিএনপির গণ-জমায়েত

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, গণ-হত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে এবং দেশের ভয়াবহ বন্যার্তদের অর্থ ও ত্রাণ সংগ্রহ উপলক্ষ্যে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পূর্বাঞ্চলের পাঁচটি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে এই গণ-জমায়েত অনুষ্ঠিত হয়। গণজমায়েতে সভাপতিত্ব করেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ও গণ-জমায়েত বাস্তবায়ন কমিটির আহবায়ক এমদাদুল হক।

সঞ্চালনা করেন ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান ও ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

গণ-জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবি শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

গণ-জমায়েতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুণ, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ছাড়াও জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker