জামালপুর

মাদারগঞ্জে ডাকাতের প্রস্তুুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

জামালপুরের মাদারগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। ২৩ আগস্ট রাত ১ টা ৩০ ঘটিকায় উপেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী সাকিনস্থ একটি বাড়ীর সামনে মাদারগঞ্জ টু জামালপুরগামী রোড়ের উপর ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ ডাকাত কে আটক করা হয়। 

জানা গেছে, মাদারগঞ্জ মডেল থানার এস আই মো: জিয়াউর রহমান ও ইমরান এর সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের সঙ্গে থাকা ১টি চাপাতি, ১টি ছুরি, ৬টি লোহার রড, ৩টি প্লাস্টিকের পাইপ, ১টি স্টিলের রেঞ্জ, ৫ টুকরো রশি, ২টি বাটন মোবাইল, ১টি ব্যাটারিচালিত অটোরিকশা সহ হাতে নাতে আটক করে। শুক্রবার আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  

আটককৃতরা হলেন মেলান্দহ উপজেলার সিহাটা এলাকার মো: হাবিবুল্লাহ (২৮) ও আলোকদিয়া এলাকার মো: হাবিবুল্লাহ প্রকাশ হাবিল (২৮) ও মো: চান মিয়া(৩৫)।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৩ ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় নিয়মিত মামলা করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং জুয়া ও মাদককারবারী, চোর, ডাকাতসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker