জামালপুর সদরে হিট স্ট্রোকে আবুল কালাম ওরফে কালা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল)গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আবুল কালাম উপজেলার জোকা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, কৃষক আবুল কালাম সকালে তার ফসলি ক্ষেত দেখতে যান। পরে বাসায় ফিরে এসে সকালের খাবারের সময় চোখ-মুখ কালো হয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে পরিবার লোকজন উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, কৃষক কালা মিয়া হিটস্ট্রোকে মারা যাওয়ার কথা শুনেছি। মরদেহ বাড়িতেই আছে।