মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ৩ জুয়াড়ী কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটকৃতরা হলেন উপজেলার মহিষবাথান এলাকার মৃত কাজল প্রামাণিক এর ছেলে মোশারফ প্রামাণিক (৪২), মৃত জিয়াউল হক এর ছেলে শফিকুল ইসলাম (৩৮) মৃত সৈয়দুজ্জামান এর ছেলে শামছুল হুদা (৪০)।
গত শুক্রবার নিয়মিত মামলা করা হয় যার নন এফআইআর নং ২৯ তারিখ: ১৫/০৩/২০২৪ ইং। মহিষবাথান এলাকার পাকা রাস্তার পাশে ঝোপঝাড়ের নিচে জুয়া খেলা অবস্থায় ৩ জন কে আটক করা হলেও বাকীরা পালিয়ে যায়।
শুক্রবার বেলা ১২ টায় ৩ জুয়াড়ীকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন জানান, আটককৃত আসামীদের নিয়মিত মামলায় জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।