স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জীবন হারালো শাহাদত হোসেন (৭) নামে এক শিশু।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত শিশু শাহাদাত হোসেন সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকার রন্জু মিয়া (গুদু) ছেলে ও স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্র। বুধবার সকালে বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় শাহাদাত হোসেন। নগদা মসজিদ এলাকায় সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী (অঙ্গাত) অটোরিকশা তাকে চাপা দেয় বলে ধারণ করেন স্থানীয়রা। এ-সময় শিশুর নিথর দেহ পড়ে থাকা দেখতে স্থানীয়রা উদ্ধার সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যর্রত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ-বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম বলেন, শিশুটি দেহ হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিলো।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার দায়িত্বরত এস.আই আব্দুল হান্নান বলেন, ‘দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুরটি দেহ সুরতহাল করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়।