জামালপুর

সরিষাবাড়ীতে ‘পুষ্টি বাগান’ স্থাপনের উপকরণ বিতরণ

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ১১৪ জন কৃষক-কিষাণীকে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্তরে বীজ, চারা ও অনান্য সামগ্রী বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ অণুপ সিংহ। এসময় উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, কৃষক-কিষাণীর বসতবাড়ীতে ১.৫ শতক জমিতে পুষ্টি বাগান স্থাপন করা হবে। সেই বাগানে শাক-সবজির বীজ, রাসায়নিক সার, ভার্মি কম্পোষ্ট, সবজি ও ফলের চারা এবং বাগান বেষ্টনীর জন্য নেট দেয়া হয়।

বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা অণুপ সিংহ বলেন, ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টির বাগান স্থাপনে বিভিন্ন প্রকল্পের আওতায় এসব উপকরণ দেওয়া হয়েছে। এতে পারিবারিক পুষ্টি চাহিদা নিশ্চিত করে সবজির চাহিদা পুরনসহ কৃষি উৎপাদন বৃদ্ধি হবে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker