এসো হে বৈশাখ…… এসো এসো এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে বাংলা নববর্ষ- ১৪৩১ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বর্ণার্ঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন আয়োজিত খরকা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, ওসি তদন্ত ফিরোজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি ও নুরুল ইসলাম, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পহেল বৈশাখের ঐতিহ্য পাটশাকসহ ইলিশ মাছের পান্তা ভাত পরিবেশন করা হয়। এর পূর্বে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বালিজুড়ী বাজার হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।