স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
২১শে ফেব্রুয়ারী মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরোমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন, যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) নাহিদা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল হক, ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আন্নু মিয়া প্রমুখ।
এ-ছাড়া অন্যানদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কান্তি, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, এস.আই মাহবু্ব রহমান, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ-সময় উপস্থিতমন্ডলীরা আসছে আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নানাদিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।