স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পিন্সিপাল আলহাজ্ব আব্দুর রশিদ বলেন- সাংবাদিকতার পেশা মহৎ পেশা। এই পেশা যতটা সম্মানি ততটাই রিক্সি পেশা। এতে অনেক বিপদের সম্মুখীন হতে হয় সাংবাদিকদের। একজন সংবাদকর্মীকে খুব চিন্তা-ভাবনা করেই একটা সংবাদ লিখতে হয়। তবে একজন সাংবাদিকের সত্য কথা সত্য করে, স্পষ্ট করে লেখনীয়তার লক্ষ্য হওয়া উচিৎ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সরিষাবাড়ী থেকে দুর্নীতি, মাদকমুক্ত করতে প্রশাসনিক ভাবে আমরা সর্তক আছি। একজন এমপির পক্ষে সব করা সম্ভব নয়.! আপনাদের সকলের সহযোগীতা এবং পরামর্শ নিয়ে সরিষাবাড়ী উন্নয়ন ও সরিষাবাড়ী থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।
সরিষাবাড়ী প্রেসক্লাবের আয়োজিত মত বিনিময় সভায় সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে পৌর আ.লীগের সভাপতি মিজানুর রহমান, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ইব্রাহীম হোসাইন লেবু, জহুরুল ইসলাম ঠান্ডু, জুলফিকুর রহমান, এমএ রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
এ-সময় সরিষাবাড়ী প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও উপজেলা আ.লীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।