স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ এর (এস.এস.সি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা সংলগ্ন এলাকায় স্থাপিত বিদ্যালয় মাঠে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তরফদারের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সদস্য, তাকওয়া পরিবহনের চেয়ারম্যান ও তারাকান্দি ট্রাক ও ট্যাংকলডি মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তরুন শিল্পপতি মঈনুল হোসেন।
উল্লেখ্য: আসছে আগামী (১৫ ফেব্রুয়ারি) সারাদেশব্যাপী এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সুত্রে উক্ত বিদ্যালয়ে এস.এস.সি (সমমান) পরীক্ষার ৬৩জন শিক্ষার্থীদের বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিদায় জানান বিদ্যালয় কতৃপক্ষ।