মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: দৌলত জামান দুলাল। বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলাম, সহকারী শিক্ষক নুর মো: সিদ্দিক লেলিন, চর নাদাগাড়ী স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ দশম ও বিদায়ী পরীক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ও দোয়া পরিচালনায় ধর্মীয় শিক্ষক কাজী আহসান হাবীব। এ সময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মালা পরিয়ে দেন এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন।