স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
তারই ধারাবাহিতায় সোমবার (১জানুয়ারী) সকালে উপজেলার পিংনা ইউনিয়নে ‘শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, বাশুরিয়া প্রায় ৬’শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
এ-সময় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আল-মামুন, প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, আলতাব হোসেন, লুৎফর রহমান, নাসরিন আক্তারসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলায় প্রাথমিক শিক্ষা-প্রতিষ্ঠানের সংখ্যা ২৫২টি এবং মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানের সংখ্যা ৮৭টি। এর মধ্যে প্রাথমিক শিক্ষা-প্রতিষ্ঠানে ৪৪ হাজার ৫০ জন আর উচ্চ মাধ্যমিকে ৪০ হাজার ৯০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়। সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।