গতকাল (০৮ সেপ্টেম্বর) বুধবার সকালে- মেলান্দহ ফায়ার সার্ভিস রোড ও মহিলা কারিগরি কলেজের পাশে মাল বোঝাই এক নছিমন গাড়ীর চাকা ব্লাষ্ট হয়ে রাস্তা থেকে পাশের ক্ষেতে পড়ে যায়।
এতে আহত হয়েছে দুইজন এবং এক জনের অবস্থা আংশকাজনক !
একজন কে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মারাত্মক ভাবে আহত আশঙ্কাজনক রোগী কে তৎক্ষণাৎ জামালপুর হসপিটালে চিকিৎসাার জন্য পাঠানো হয়।
হাসপাতালে অবস্হানরত মারাত্মক ভাবে আহত রোগীর নাম ঠিকানা জানার জন্য দৈনিক সংবাদ এর মেলান্দহ থানা প্রতিনিধি, মোঃ ছামিউল ইসলাম মেলান্দহ ফায়ার সার্ভিসে তার নিজের নাম্বার থেকে ফায়ার সার্ভিসের এই নাম্বারে ফোন দিলে রিসিভার ফোন রিসিভ করে রাজন নামের কাউকে ফোন দিতে বলেন । তারপর সাংবাদিক ছামিউল তার নাম্বার থেকে রাজনের নাম্বারে ফোন দিলে তিনি বলেন একটু পরে জানাচ্ছি।
কিছুক্ষন পরে রাজনের নাম্বার থেকে ছামিউলের নাম্বারে ফোন ব্যাক করে রাগান্বিত কন্ঠে বলে বাড়ি কোথায়? তখন সাংবাদিক ছামিউল বলেন আমি ঝাউগড়ার ছামিউল ইসলাম।
রাজন বলেনঃ তুমি এখনো সাংবাদিকতা করই সাংবাদিকতা ছাইড়্যা দেওনাই ।
সাংবাদিকতা করো, না চাঁদাবাজি করো ?
জিনু হিনু হাত দেও, “হাত কাইট্যা ফালামু” এই বলে হুমকি দেয়।
সাংবাদিককে হাত কেটে ফেলার হুমকি দেয়াতে সাংবাদিক মহলের মধ্য ক্ষোভ বিরাজ করছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভীতিগ্রস্ত সাংবাদিক পরিবার।