স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে থানা হাজতে আনোয়ার হোসেন নামে এক আসামীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১২ টার দিকে সরিষাবাড়ী থানায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ী গ্রামের দুলু কামার এর ছেলে বলে জানা গেছে।
সরিষাবাড়ী থানা ও আনোয়ারের পরিবার সুত্রে জানা যায়, আসামী আনোয়ার হোসেনের সাথে কিছুদিন আগে পাশ্ববর্তী এলাকার ফিরোজ মিয়ার মারামারি হয়। পরে ফিরোজ মিয়া আনোয়ার হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মামলার এজাহার ভুক্ত আসামী হিসেবে আনোয়ার হোসেনকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে হাজতে রাখে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই শহীদুর রহমান। হঠাৎ রাত ১২ টার দিকে আনোয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ-বিষয়ে আনোয়ার হোসেনের মামা আলহাজ ফকির বলেন, কালকে বিকেলে আনোয়রকে পুলিশ ধরে নিয়ে আসে। হঠাৎ রাতে খবর পাই থানায় আনোয়ার মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর পাঠিয়েছে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, রাত আনুমানিক ১২ টা ১৫ মিনিটের দিকে পুলিশ আনোয়ার হোসেন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে। আমরা পরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, আনোয়ার এজাহার ভুক্ত আসামী ছিলো। তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়৷ রাত ১২ টার দিকে হঠাৎ আনোয়ার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বুধবার (২৭ডিসেম্বর) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।