স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে রিয়া মনি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে শিমলাপল্লী গ্রামে এ ঘটনা ঘটে। পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও মৃতের পরিবার সুত্রে জানা গেছে, পৌরসভার শিমলাপল্লী পুর্বপাড়া এলাকার জনি মিয়ার মেয়ে রিয়া মনি। সে মঙ্গলবার দুপুরে বাড়ির আঙ্গিনায় একাকী খেলা করছিল। হঠাৎ সে পরিবারের অন্য সদস্যদের অজান্তে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন আশপাশে খোঁজ করতে গিয়ে ওই ডোবার পানিতে শিশুর স্যান্ডেল ভাসতে দেখে। পরে ওই ডোবা থেকে শিশুটিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মৃতের দাদা ফজল তরফদার বলেন, ‘বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। এই ফাঁকে কখন যে রিয়া মনি পানিতে পড়েছে তা কেউ বুঝতে পারিনি। ওর জুতা ভাসতে দেখে বুঝতে পারি ও পানিতে পড়েছে। হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো গেল না।