স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে রেল লাইনের ফিক্সট প্লেট খুলে ফেলে ফের নাশকতার চেষ্টা করা হয়েছে।
গত রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে শহীদনগর-বারইপটল রেল ষ্টেশন এলাকার রেল লাইনে এ ঘটনা ঘটে। এতে একঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তারাকান্দি ষ্টেশন মাষ্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও রেল ষ্টেশন সূত্রে জানা গেছে, বোরবার গভীর রাতে শহীদনগর-বারইপটল রেল ষ্টেশনের প্রবেশ মুখের কাছাকাছি রেল লাইনের একটি ফিক্সট প্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। পরে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে তা টহলরত আনসারদের ছোখে পড়ে। আনছার সদস্যরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ওই ফিক্সট প্লেট লাগাতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায়। এ কারনে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ভূয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেনটি তারাকান্দি রেল ষ্টেশনে ১ঘন্টা ১০ মিনিট দাঁড় করিয়ে রাখতে হয়।
এ ব্যাপারে তারাকান্দি ষ্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, শহীদনগর-বারইপটল ষ্টেশনের কাছে রেল লাইনের খুলে ফেলে ফিক্সট প্লেট পুনরায় লাগাতে হয়েছে। এ কারনে ভুয়াপুরগামী একটি মেইল ট্রেনের প্রায় একঘন্টা বিলম্ব হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।