স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেকব লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) এ উপলক্ষে উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা সেচ্ছাসেবক লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা, আনন্দ রেলী ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। শিমলা বাজার চত্তরে এই অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের মৎস ও প্রাণী বিষয়ক সম্পাদক এবং জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
এসময় অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অধ্যাপক মামুনুর রশিদ, পৌর আ.লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, ভাটারা ইউনিয়নে সে মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন সহ প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল শ্রেণীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।