স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পচন্ড রোদ থেকে একটু স্বস্তি পেতে প্রায় দেড় শতাধিক মঁহিষের একটি দল নদীর পানিতে ঘাঁ ভাসিয়েছেন।
বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর-বালিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর পানিতে দেখা যায় এই মহিষের এই দল।
মহিষে দেখাশোনা রাখালদের সাথে কথা বলে জানা যায়, তারা মাদারগঞ্জ উপজেলার মহিষবাদুরী এলাকা থেকে এই মহিষ গুলো নিয়ে এসেছেন। তারা এভাবেই দলবদ্ধ ভাবে এই মহিষ গুলোকে লালন-পালন করেন। বর্তমান বাজার অনুযায়ী এই দেড় শতাধিক মহিষের দাম হবে প্রায় ২কোটি টাকা।