
মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাজারে সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী। আর এসব কথা বলছেন শিল্প প্রতিমন্ত্রী। এক মন্ত্রী যখন আরেক মন্ত্রীর বিপক্ষে কথা বলে তখন আমাদের বলার কিছু নেই।
আজ রবিবার (২ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কাঁচা মরিচের বিষয়ে জাতি প্রধানমন্ত্রীর কথা অনুসরন না করায় এতো দুর্গতি। এ সময় আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান বিএনপির এই নেতা।
রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও জামালপুরের এক জনসভায় ভীতিকর বক্তব্য প্রদান করায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ, যুগ্ম মহাসিচব মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির ৭ নেতার নামে গত ২৩ মে মামলা দায়ের করে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। সেই মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন আসামিরা।
রোববার দুপুরে জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহসানুল হকের আদালতে হাজির হয়ে জামিননামা জমার পর বিচারক আগামী ১০ তারিখে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি শামীম তাকুকদার, সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।