স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ে বাড়িতে হট্টগোলে ধাক্কায় আব্দুর রশিদ (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১ জুলাই) বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের দোপাদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে তিন জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হল-ইউনুস আলী, তার স্ত্রী রহিমা খাতুন ও ছেলে রুবেল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দোপাদহ গ্রামের আব্দুর রশিদের ছোট মেয়ে ইতি খাতুনের বিয়ে হয়। প্রতিবেশী ইউনুসের বাড়ির রাস্তা দিয়ে নববিবাহিত মেয়ের বাড়িতে ভ্যান দিয়ে মালামাল নিয়ে নেওয়ার সময় ইউনুস বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া ও হট্টগোল লেগে যায়। এ সময় প্রতি পক্ষের ধাক্কায় মাটিতে পড়ে জ্ঞান হারান আব্দুর রশিদ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানান, রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ সময় তিন জনকে আটক করা হয়েছে।