জামালপুর

জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান ভেঙ্গে চুরমার: নিহত ১

মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর

জামালপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এ সময় নিহত হয়েছেন পিকআপ ভ্যানে থাকা আহসানুল হক নামে এক পুলিশ সদস্য। আহত হয়েছেন মো: আরিফ নামে আরও এক পুলিশ সদস্য।

রবিবার (০৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর পৌর শহরের শেখের ভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: আহসানুল হক নেত্রকোণা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে এবং আহত মো: আরিফ টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কয়রা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন শেখেরভিটা রেলক্রসিং পার হওয়ার সময় জামালপুর সদর থানা-পুলিশের একটি টহল পিকআপ ভ্যান রেললাইনের ওপর ওঠে পড়ে। এ সময় লোকাল ট্রেনটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পুলিশ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে কনস্টেবল মো: আহসানুল হক ও মো: আরিফ গুরুতর আহত হন।

Image

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো: আহসানুল হককে মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত মো: আরিফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন শেখেরভিটা রেলক্রসিং অতিক্রম করার সময় গেইট ব্যারিয়ার না নামানোর কারনে পুলিশের টহলগাড়ী রেললাইনে ওঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker