মুহাম্মদ বিপুল হোসেন,জামালপুর:
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন জামালপুর-৫ (সদর) আসনে মোট ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জামালপুর-৫ (সদর) আসনে সবচেয়ে বেশি ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, জাতীয় পার্টির (জাপা) জাকির হোসেন খান, জাতীয় পার্টি (জেপি) অ্যাডভোকেট বাবর আলী খান, বাংলাদেশে কংগ্রেস থেকে দুজন আবু সায়েম মোহাম্মদ সাদাত উল করিম ও আব্দুল করিম সরকার, জাকের পার্টির সৈয়দ মনিরুল হক নোবেল, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র থেকে অ্যাডভোকেট সাবিরুজ্জামান ও রেজাউল করিম রেজনু।